এবার \’সন্দেহজনক\’ বোলিং অ্যাকশনে অভিযুক্ত ব্র্যাথওয়েট!

বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অকেশনাল স্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েটের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের আম্পায়াররা। ক্যারিবীয়দের হয়ে অকেশনাল বোলার হিসেবে পরিচিত জাতীয় দলের হয়ে ৩৮ টেস্টে অংশ নেন ব্র্যাথওয়েট।

বার্মিংহামে দিবা-রাত্রির ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিংয়ের প্রথম ইনিংসে ৬ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ব্র্যাথওয়েট। ওই ম্যাচ শেষে ব্র্যাথওয়েটের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির কাছে রিপোর্ট করেছেন ম্যাচ পরিচলানাকারী আম্পায়াররা। সন্দেহ দূর করতে আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। পরীক্ষা ফল না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে পারবেন ব্র্যাথওয়েট।

অকেশনাল বোলার হিসেবে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন ব্র্যাথওয়েট। এরমধ্যে ২০১৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে ৬ উইকেট শিকারের নজিরও আছে তার। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৩৫৫ রান করেছেন ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোয়াডের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনিই।

সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ০ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৭টি চারে ৭৬ বলে ৪০ রান করেন ব্র্যাথওয়েট। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top