অসম্ভবকে সম্ভব করলেন ধোনি-ভুনবেশ্বর

পরজায়টা যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। টেস্ট সিরিজে হোয়াইটওয়াসের পর পাঁচ ম্যাচের ওয়ানডেতেও সিরিজ খোয়াতে বসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে ২-০তে এগিয়ে গেল সফরকারি ভারত। গতকাল পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়নডেতে বৃষ্টি আইনে ভারতের কাছে ৩ উইকেটে হারে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতি অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে স্বাকতিক শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান তরুণ বোলার আকিলা ধনাঞ্জয়ার একের পর এক আঘাতে ধ্বস নামতে থাকে ভারতীয় ব্যাটিং শিবিরে। ধনাঞ্জয়ের সফলতায় এবার আঘাত হানে বৃষ্টি। ৪৪.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে ভারত। এর পর বৃষ্টি তে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জয় পায় ভারত।

তবে তার আগে বিনা উইকেটেই ১০৯ রান তুলে শিখর ধাওয়ান- রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে। এরপরই শুরু হয় ধনাঞ্জয়া গুগলি ভেলকি। ১০৯/০ থেকে অল্প সময়ের ব্যবধানে ভারতের স্কোর দাঁড়ায় ১৩১/৭! এভাবে চেপে ধরেও ভারতের কাছ থেকে জয়টি ছিনিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১০০ রান যোগ করে ম্যাচ শেষ করেছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি এবং ভুবনেশ্বর কুমার। ধোনি ৪৫ এবং ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ভুবনেশ্বর ৫৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top