ঢাকার বস্তির প্রান্তিক মানুষের গল্প শুনে শিহরিত স্মিথরা!

বৃহস্পতিবার কোন অনুশীলন ছিলো অস্ট্রেলিয়ার। ক্রিকেটাররা সবাই ছিলেন বিশ্রামে। তবে এরমধ্যেও সময়টা অন্যরকমভাবে কাজে লাগালেন স্টিভেন স্মিথ, উসমান খাজাসহ ছয় ক্রিকেটার। গেলেন রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে। শুনলেন প্রান্তিক মানুষের গল্প।

বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা সাহায্য সংস্থা অক্সফাম অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে গিয়েছিলো প্রান্তিক মানুষের কাছে। স্মিথরা শুনেছেন তাদের জীবনের সংকট আর সম্ভাবনার গল্প।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে ভিডিও ডকুমেন্টারি পোস্ট করেছে। তাতে উসমান খাজা বলেন, \’ওদের অনেক গল্প শুনে শিহরিত হয়েছি। একটা মেয়ে তার কষ্টের দিনের কথা বলছিল, খুব নাটকীয় ব্যাপার।\’

\"\"

তাদের সঙ্গে ক্রিকেট নিয়েও আলাপ হয়েছে স্মিথ-খাজাদের। এতসব সংগ্রামের পরেও সবাই ক্রিকেটের প্রেমে মশগুল জানতে পেরে অবাক হয়েছেন অসি ক্রিকেটাররা।কোন বাংলাদেশি ক্রিকেটারকে অস্ট্রেলিয়ানদের বেশি পছন্দ জানতে চেয়ে ওরা। উত্তরে হেসে হেসে স্মিথের জবাব- \’সাকিব\’।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top