বাংলাদেশের ক্রিকেটারদের মন্তব্যে বিস্মিত স্মিথ!

রোববার (২৭ আগস্ট) থেকে মিরপুর টেস্টকে সামনে রেখে স্বাগতিক বাংলাদেশের কোচ হাথুরুসিংহে থেকে শুরু করে অনেক ক্রিকেটারই সফরকারী অস্ট্রেলিয়াকে ২-০ তে হোয়াইটওয়াশের প্রত্যয় ব্যক্ত করেছেন। সেদিন সাকিব বলেছিলেন, আজ বললেন মুশফিকও। খেলাটি যেহেতু ক্রিকেট তাই শেষ পর্যন্ত কী হবে সেটা এখনই বলা মুশকিল।

তবে জাতীয় দলের ক্রিকেটারদের ও কোচের এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, ‘আমার মনে হয় এটা ওদের অতি আত্মবিশ্বাসী মন্তব্য। অবশ্য ওরা বলতেই পারে। কেননা দেশের মাটিতে ওরা কয়েকটি সিরিজ ভালো খেলেছে। বাংলাদেশ ১০০ টেস্টের ভেতরে ৯টা জিতেছে। তাই সিরিজটি আমাদের চ্যালেঞ্জিংই হবে। তবে আমি তাদের এমন মন্তব্যে বিস্মিত।’

শনিবার (২৬ আগস্ট)মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এভাবেই বিস্ময় প্রকাশ করেন।

তবে অজিদের বিপক্ষে বাংলাদেশের ২-০ তে জয়ের ব্যাপারে স্মিথ বিস্মিত হলেও তার মাথায় বারবারই ঘুরপাক খাচ্ছে দুটি নাম। যে দুজন যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারেন ভয়ংকর। একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর অন্যজন মোস্তাফিজুর রহমান। নিজেদের মাটিতে অনুষ্ঠেয় এই টেস্ট সিরিজে সাকিব বরাবরের মতোই ধারাবাহিক থাকবেন বলে বিশ্বাস স্মিথের। আর মোস্তাফিজ ভেলকি দেখাবেন তার স্লোয়ারে, ‘সাকিব সবসময় যেমন করে, এখানে তেমনই করবে। অবশ্যই ভালো। আর মোস্তাফিজের স্লোয়ারগুলো অবশ্যই আমাদের মাথায় থাকবে এবং সেই অনুযায়ী আমরা ভালো খেলার চেষ্টা করবো।’

এদিকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের আগেই উইকেট সম্পর্কে সম্যক একটি ধারনা নিয়েছেন স্মিথ। ঘুরে দেখেছেন উইকেটের চারিধার। দিনশেষ তার মন্তব্য হলো, ‘উইকেট খুবই ধীরগতির। স্বভাবতই স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পাবে। আমাদের কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে হবে। আশা করছি ভালো একটি টেস্ট সিরিজই হতে যাচ্ছে।’

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top