বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হতে হতেই পেলেন সুখবর। বুঝে পাচ্ছেন খুলনার খালিশপুরে মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য প্রস্তুত ৩ কাঠা জমি। বিপিএল শেষে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেবে সরকার।
বিপিএল খেলতে রাজশাহী কিংসের ক্রিকেটার মিরাজ এখন সিলেটে। জেলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সামনে আসলেন ক্রিকেট নিয়ে কথা বলতে। সেখানে জমি পাওয়ার সুখবরটা লুকিয়ে রাখতে পারলেন না ২০ বছরের এই তরুণ।
আনুষ্ঠানিকতা শুরুর আগে বললেন, ‘খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে খবর পেয়েছি, জমিটা পাচ্ছি। গত বিপিএল শুরুর সময় জানতে পেরেছিলাম সরকার আমাকে জমি দেবে। আরেকটা বিপিএল শুরু করতেই এ খবরটা পেলাম।’
খুলনার খালিশপুরে ভাড়াবাড়িতে থাকেন মিরাজ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন এই বিস্ময়কর অফস্পিনার। জাতীয় দলের ক্রিকেটারের টিনের ঘরে থাকা নিয়ে তখন গণমাধ্যমে খবর এসেছে ধারাবাহিকভাবে। এরপর মিরাজের পরিবারের জন্য জমি বরাদ্দের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরাজের জন্ম বরিশালে হলেও তার পুরো পরিবার গত ১৭ বছর ধরে খুলনায় বসবাস করছে। বাবা, মা আর ছোট বোনকে নিয়ে মিরাজের পরিবার।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ