দর্শক-সমর্থকদের খেলা দেখার স্বার্থে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনন্য এক উদ্যোগ নিয়েছে সিলেট সিক্সার্স। শহরের তিনটি পয়েন্ট থেকে বাস সার্ভিস চালু করেছে তারা।আর এই বাস সার্ভিস একেবারেই বিনামূল্যে। শহর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের পৌঁছে দেওয়ার, ও মাঠ থেকে ফেরত নিয়ে আসার কাজ করছে এই বাস সার্ভিস।
প্রত্যেক ম্যাচের দিন দুপুর ১২টায় নগরীর বন্দরবাজার থেকে বাস যাবে। তাছাড়া একই সময়ে নগরীর টিলাগড় পয়েন্ট ও মদিনা মার্কেট থেকেও সিক্সার্সের ফ্রি বাস সার্ভিস দেওয়া হবে।বাস সার্ভিস পেতে নির্ধারিত দিনের টিকিট দেখাতে হবে দর্শকদের। নি:সন্দেহে এই উদ্যোগটি দর্শকদের খেলা দেখার ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০৪ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস