চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে র‌্যাংকিংয়ের শীর্ষে তুলল ভারত!

একেই বলে ভাগ্য! প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল পাকিস্তান। অথচ, এই উত্থানে অবদান রাখল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত! বুধবার রাতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে বড় ব্যবধানে হারানোয় নিউজিল্যান্ডের পয়েন্ট খোয়াতে হয়েছে।

এই সুযোগে প্রথমবারের মত শীর্ষস্থানের স্বাদ নিয়েছে সরফরাজ আহমেদের দল।

বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানের রেটিং ১২৪। দ্বিতীয়স্থানে নেমে যাওয়া নিউজিল্যান্ডের রেটিং এখন ১২১। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেও র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি বিরাট কোহলির দল। তারা সেই ৫ নম্বরেই আছে। পঞ্চমস্থানেও রয়েছে তারা। তবে দুটি রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। বর্তমানে ১১৮ রেটিং ভারতের।

কিন্তু এটাই শেষ কথা নয়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতলে আবারো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠবে নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত ফর্মে থাকা ভারতকে চ্যালেঞ্জ জানানো খুব সহজ কাজ নয় সেটা খুব ভালো করেই জানে কেন উইলিয়ামসনের দল। আগামী ৪ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম