পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আয়োজনে দেশটিতে শুরু হচ্ছে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ। ১১ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এর পর পরই হতে পারে পাকিস্তান ও উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এতে কপাল পুড়তে পারে ১৯ পাকিস্তানি ক্রিকেটারের। ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশিরভাগ ম্যাচই খেলতে পারবেন না তারা। ফলে বিপিএল থেকে আয়টাও যাবে কমে। একমাত্র শহিদ আফ্রিদিই পারবেন বিপিএলের সব ম্যাচ খেলতে। সাথে অবসর নেওয়া আর দু একজন।
পিসিবি\’র সাথে চুক্তিবদ্ধ যারা সমস্যাটা তাদের। সেই সাথে যারা জাতীয় দলে বিবেচিত হতে চান তাদেরও। এমন সব খেলোয়াড়ের জন্য তাদের ঘরোয়া টি-টুয়েন্টি কাপে অংশগ্রহণ বাধ্যতামূলক। নতুন এই নিয়ম করেছে পাকিস্তান বোর্ড বিসিবি। সাবেক অধিনায়ক আফ্রিদি কিংবা মিসবাহ উল হকের মতো খেলোয়াড় অবসর নেয়ায় এই শর্ত তাদের বেলায় খাটবে না। বিপিএলের শুরু থেকে ঢাকা ডায়নামাইটসের প্রতিটি ম্যাচ খেলতে পারবেন আফ্রিদি।
পিসিবি\’র চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ক্ষেত্রে শর্ত ছিল যে তারা ১৭ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে অংশগ্রহণ করার পর বিপিএলে খেলতে পারবেন। কিন্তু উইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য সিরিজ সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক হারুন রশিদ পাকিস্তানের মিডিয়ায় বলেছেন, \’খেলোয়াড়দের জাতীয় এই আয়োজনে অংশ নিতে হবে এবং ১৭ তারিখের পর তারা বাংলাদেশে যেতে পারবে। কিন্তু সেটাও নির্ভর করছে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সূচির উপর।\’
এই ঘটনায় আফ্রিদি বাদে সব খেলোয়াড়ই আর্থিক ক্ষতির মুখে পড়বেন। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ৫০ হাজার ডলার হারাবেন। অনেকেই নতুন চুক্তির প্রস্তাব পাচ্ছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে।
বিপদ তাতে বিপিএলের দলেরও তো! সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ জন পাকিস্তানি খেলোয়াড়ের সাথে চুক্তি করেছিল। এরা হচ্ছেন- শোয়েব মালিক, রুম্মান রইস, হাসান আলি, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র। একমাত্র শেষজনই ১৭ নভেম্বরের পর খেলার সুযোগ পেতে পারেন।
রাজশাহী কিংসের তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ সামি, উসমান মির ও রাজা আলি দার ১৭ নভেম্বরের পর থেকেই খেলতে পারবেন।
চিটাগং ভাইকিংস তাদের খেলোয়াড় মিসবাহ-উল-হক ও ইয়াসির আরাফাত উভয়কেই পাবে। ঢাকা ডায়নামাইটসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন শহিদ আফ্রিদি, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির। শুধু শহীদ আফ্রিদিই পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন। যেমনটা খবর তেমনটা ঘটলে সিলেট সিক্সার্সের বাবর আজম, উসমান শিনওয়ারি ও ফখর জামান থাকছেন না প্রথম ভাগের খেলায়। কিন্তু ওই দেশটা পাকিস্তান। সুতরাং বিপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কোন উপায় বের করতে পারেন কি না তাও দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ