দোয়া চাইলেন মাশরাফি

রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন ও প্লেয়ারস পরিচিতি ‘মিট দ্য রাইডার্স’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের আইকন এবং অধিনায়ক বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা , দলের প্রধান কোচ টম মুডিসহ আরো অনেকে।

জমকালো অনুষ্ঠানের এক পর্যায়ে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলের জন্য দোয়া চেয়ে বলেন, টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন আপনাদের ভালো খেলা উপহার দিতে পারি সেজন্য দোয়া করবেন। একই সঙ্গে অনুশীলনে সব ধরণের সহযোগিতা করার জন্য টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান দলের এ অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top