শূন্য হাতে দেশে ফিরলেন টাইগাররা

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি পুরো সফর রীতিমত লজ্জায় ডুবিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় সাকিবের বাহিনি। হতাশার সিরিজ শেষে করে বিমানবন্দরে কোনও ক্রিকেটার গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। প্রায় প্রত্যেকেই গণমাধ্যম এড়িয়ে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে ছেড়েছেন। সবার আগেই দ্রুত বিমানবন্দর ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

দারুণ ফর্মে থাকা বাংলাদেশ এবার আফ্রিকা সফরে গিয়ে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি। সফরের সবগুলো সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মধ্য দিয়ে সফর শেষ করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির প্রথম ম্যাচ ছাড়া সফরের সবগুলো ম্যাচেই টাইগারদের শোচনীয় পরাজয় ঘটেছে। প্রত্যাশার বেলুন নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগারদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেট প্রবেশ করেছে তিন অধিনায়কের যুগে। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের ঝান্ডা উঠেছে সাকিবের হাতে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে কোনো অধিনায়কই সফল হতে পারেননি।

বাংলাদেশ সময়:১১৪২ ঘণ্টা, ৩১ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top