একসময় একবেলাও খাবার জুটত না, আজ কোটিপতি ক্রিকেটার!

একসময় একবেলাও খাবার জুটত না, তবে আজ তিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল তারকা। নামটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি হার্দিক পান্ডিয়া। কথায় আছে, “পরিশ্রমই সাফল্য এনে দেয়”। হার্দিক পান্ডিয়ার জীবনের গল্পও ঠিক তেমন। যদিও ভারতীয় ক্রিকেট দলে এমন উদাহরণ অনেক আছে। শচীন, ধোনি সকলেই পরিশ্রম করে আজ সফল হয়েছেন।
\"\"
হার্দিক পান্ডিয়ার শৈশব সম্পর্কে অনকেই জানেন না। ১৯৯৩ সালের ১১ অক্টোবর গুজরাটের বরোদার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় হার্দিক।
\"\"
সুরাটে হার্দিকের বাবার ছোট্ট ব্যবসা ছিল। হার্দিক ও তার ভাই ক্রুনালকে ভালো ক্রিকেট ট্রেনিং দেওয়ার জন্য পরে ব্যবসা বন্ধ করে তাঁরা বরোদা চলে আসেন। হার্দিকের বয়স তখন সবে পাঁচ।
\"\"
আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন ভাড়া বাড়িতেই বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন হার্দিক। ধোনির মতো স্কুলে অর্ধেক পরীক্ষা দিয়ে ছুটতেন ম্যাচ খেলতে।
\"\"
হার্দিক ও ক্রুনাল দুই ভাই চুটিয়ে ভাড়ায় ম্যাচ খেলতেন। প্রত্যেক ম্যাচে পেতেন বড়জোর ৪০০ বা ৫০০ রুপি। এভাবেই একদিন নজরে পড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার কিরণ মোরের।
\"\"
তিনিই হার্দিককে বরোদায় নিজের অ্যাকাডেমিতে নিয়ে আসেন। পরিবারের অবস্থা তখন এতটাই খারাপ, যে ব্যাট কেনার মতো ক্ষমতাও ছিল না। সে কথা জানতে পেরে বিজয় হাজারেতে খেলতে যাওয়ার আগে হার্দিককে নিজের ব্যাট উপহার দেন ইরফান পাঠান। হার্দিকের জীবনে নতুন মোড় আসে আইপিএল-এ সুযোগ পাওয়ার পর। আর বাকিটা ইতিহাস। এখন ক্রিকেট দুনিয়ার স্টার হার্দিক। ক্রিকেট খেলেই এখন তিনি কোটি টাকার মালিক। -সূত্রঃ ইনাডু ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

 

 

 

Scroll to Top