ক্যারিয়ার সেরা রেটিংয়ে শীর্ষে কোহলি, সাকিব-মুশফিকের অবনতি

কয়েকদিন আগে বিরাট কোহলি ছিলেন নাম্বার ওয়ান। মাঝে এবি ডি ভিলিয়ার্স চড়ে বসেন কোহলির মাথার ওপর। দশ দিনও পেরুল না, আবারও ব্যাটসম্যানদের কাতারে সবাইকে পেছনে ফেললেন ভারতীয় কাপ্তান। তবে অবনতি হয়েছে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের। আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এমন পরিবর্তন প্রকাশ পেল।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হাতে নাতে পেলেন কোহলি। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি করেছেন ২৬৩ রান। তিন ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন দুটি। বর্তমানে কোহলির রেটিং পয়েন্ট ৮৮৯। যেটা তার ক্যারিয়ার সেরা।

বোলারদের এক নম্বর জায়গা নড়চড় হয়নি। আগের মতো শীর্ষে আছেন পাকিস্তানের পেসার হাসান আলী। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় অবস্থানে উঠে এসেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। এক ধাপ পিছিয়েছেন সাকিব। ১৯ থেকে ২০ নামলেন টাইগার অলরাউন্ডার।

এ ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা ২০’এ আছেন দুই জন-তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। ১৬তম স্থানে তামিম আর এক ধাপ পিছিয়ে ১৯তম অবস্থানে আছেন মুশফিুকর রহিম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩০ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top