মানহানির মামলায় জয়ী গেইল

অবশেষে মানহানির মামলায় জয় পেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিগব্যাশে খেলতে গিয়ে একজন নারী টেলিভিশন উপস্থাপকের সঙ্গে অপ্রীতিকর আলাপচারিতায় জড়িয়ে পড়েছিলেন গেইল। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো ২০১৫ বিশ্বকাপের একটি ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুমে তিনি নাকি একজন নারী ম্যাসাজ থেরাপিস্টের সামনে তোয়ালে খুলে ফেলেছিলেন। দেখিয়েছিলেন
গোপনাঙ্গ!

ব্যাপারটি নিয়ে অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের কয়েকটি সংবাদপত্র যেমন সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ এবং দ্য ক্যানবেরা টাইমসে ধারাবাহিকভাবে কিছু প্রতিবেদন ছাপা হয়।

ওই প্রতিবেদনের তথ্য তাঁর মানহানি করেছে—এমনটা দাবি করে তিনি নিউসাউথ ওয়েলসের একটি আদালতে মামলাও ঠুকে দেন।

ঘটনাটিকে ভিত্তিহীন দাবি করে গেইল বলেন, ‘আমি এ জীবনে যত বাজে ঘটনার মুখোমুখি হয়েছি, এই অভিযোগটি হচ্ছে ভয়াবহতম। তবে আমি দৃঢ়প্রতিজ্ঞ, মিথ্যা এই অভিযোগ থেকে আমি নিজেকে মুক্ত করবই।’

সোমবার আদালতে দুই ঘণ্টাব্যাপী শুনানিতে জুরি বোর্ড ফেয়ারফ্যাক্সের পক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। ফলে মামলাটি জিতে যান গেইল।

আদালতের বাইরে সাংবাদিকদের গেইল বলেন, ‘আমি নিজেকে সত্য প্রমাণ করতে জ্যামাইকা থেকে এখানে এসেছি। আর দিন শেষে আমি খুবই খুশি। আমি একজন ভালো মানুষ। আমার কোনো দোষ নেই।’

এদিকে মানহানির এ মামলায় গেইলের ক্ষতিপূরণের অংক পরবর্তী শুনানিতে জানিয়ে দেওয়া হবে। তবে ফেয়ারফ্যাক্সের আইনজীবি স্থানীয় রিপোর্টারদের জানান, তারা এ ব্যাপারে আপিল করবেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ