শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। শনিবার হংকং ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেস এর ম্যাচে অজিদের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে সাইফ হাসানের দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর আগে শ্রীলঙ্কাকে সাত রানে হারায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ। দলের পক্ষে আফিফ হোসেন ১১ বল খেলে ৩৪ রান করেন। ৯ বল খেলে ২২ রান করেন মহিদুল ইসলাম অঙ্কন। ৭ বল খেলে ১৪ রান করেন সাইফ হাসান।

পরে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান করে। জন হ্যাস্টিংস ১০ বল খেলে ৩২ রান করেন। ১১ বল খেলে ২৬ রান করেন নাথান রিয়ারডন।

 

বাংলাদেশ ইনিংস: ৮৮/২ (৫ ওভার)
(সাইফ হাসান ১৪, আফিফ হোসেন ৩৪, মহিদুল ইসলাম অঙ্কন ২২*, কাজী অনিক ১১; অর্জুন নায়ার ০/১৪, নাথান রিয়ারডন ১/১৬, আলেক্স গ্রেগরি ০/২৩, বেন লাফলিন ০/২১, জন হ্যাস্টিংস ০/১৩)।

অস্ট্রেলিয়া ইনিংস: ৮২/১ (৫ ওভার)
(জন হ্যাস্টিংস ৩২, নাথান রিয়ারডন ২৬*, সেব গচ ১১, আলেক্স গ্রেগরি ৬*; মনিরুল ইসলাম ০/২৪, কাজী অনিক ০/১৫, সাইফ হাসান ০/১৮, রবিউল হক ০/১৭, আফিফ হোসেন ০/৭)।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ