গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশ নিলেন সাকিব আল হাসান

গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশ নিলেন সাকিব আল হাসান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন - সংগৃহীত ছবি

সাকিব আল হাসানের দুবাইযাত্রা নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে সিলেটে থেকে সেই বিতর্কের সমালোচকদের মুখ বন্ধ করেছেন। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৯৩ রানের ঝলমলে এক ইনিংস। দলকে জেতানোর পর আজ বিশ্বসেরা অলরাউন্ডারকে ঢাকায় কালো-সবুজ গাউন গায়ে দেখা গেছে। গ্র্যাজুয়েট হিসেবে সমাবর্তনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব এখন অফিশিয়ালি গ্রাজুয়েট। তিনি আজ রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২১ তম সমাবর্তনে উপস্থিত হন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘ক্রিকেটে যখন আমার অভিষেক হয়, ক্যাপটা যখন হাতে পেয়েছিলাম তখন যেমন মনেছিল, এতো বছর পর আজ সেই একই অনুভূতি কাজ করছে। ২০০৯ সালের দিকে আমার ক্রিকেট ক্যারিয়ারের তিন বছর হয়ে যাওয়ার পরও আম্মা যখন ফোন করতেন, তখন জিজ্ঞেস করতেন; আমার পড়াশোনার কি অবস্থা। আজ আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এ স্বপ্নটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশকিছু অর্জন আছে, কিন্তু এ গ্র্যাজুয়েশন আমার সবসময় স্বপ্ন ছিল।’

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।