ঢাকা টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি!

সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছিলো অস্ট্রেলিয়া। প্রায় এক যুগ পর আবার বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছে অজিরা। সব ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল লড়াই। দুই পক্ষেরই উত্তেজনার কমতি নেই এই সিরিজ নিয়ে।

কিন্তু এই রোমাঞ্চ মাখানো সিরিজটিতে এখন সবচেয়ে বড় বাধার নাম বৃষ্টি। বৃষ্টিতে আদৌ টেস্ট শেষ হবে কি-না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

নিয়ম করেই টানা বৃষ্টি হচ্ছে ঢাকায়। কি সকাল, কি বিকেল- বৃষ্টির আনাগোনা সব সময়। মাসের শেষ দিকে টেস্ট চলাকালীন সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ এখনকার চেয়ে আরও বাড়বে। এখন প্রতিদিন যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তখন তার চেয়েও বাড়বে। আর এখনকার চেয়ে বেশি সময় নিয়ে বৃষ্টি হবে।

বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে দারুণ সংশয়। অথচ অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ- উভয় পক্ষই জোর প্রস্তুতি নিচ্ছে এই টেস্টকে সামনে রেখে।

বাংলাদেশ সময়: ১৬৪৮  ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top