ক্যাসিনো কেলেঙ্কারি: মুখ খুললেন পাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেট, ১০৪ ও ২০০ রানে হেরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ দল। এমন বিপর্যস্ত অবস্থাতে ঝড় হয়ে এসেছে নতুন বিতর্ক। শেষ ওয়ানডেতে হারের রাতে দলের তিন ক্রিকেটার শফিউল ইসলাম, নাসির হোসেন ও তাসকিন আহমেদ ক্যাসিনোতে গিয়েছিলেন। সেখানে অবস্থান করা বাংলাদেশের কয়েকটি শীর্ষ দৈনিক এমনই সংবাদ পরিবেশন করেছে। যদিও সেখানে জাতীয় দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকেটারদের ক্যাসিনোতে খেলার বিষয় অস্বীকার করেছেন। এ নিয়ে গতকাল কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি স্পষ্ট করেই গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, ক্যাসিনোতে ক্রিকেটাররা খেলতে যাননি সেখানে গিয়েছিলেন খেতে। তারপরও গোটা ঘটানার তদন্ত হবে ম্যানেজারের রিপোর্টের উপর ভিত্তি করে। পাপন বলেন, ‘ম্যানেজার মিনহাজুল আবেদিনের সঙ্গে কথা বলে আমরা যতটা জানি ওরা আসলে গিয়েছিল রাতের খাবার খেতে একটি শপিং মলে। সেখানে গিয়ে ওদের (শফিউল, নাসির ও তাসকিন) সঙ্গে দেখা হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডি ভিলিয়ার্স ও রাবাদার। সেখানে ওরা গল্প করেছে ও খেয়েছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে তাতে এটা নিশ্চিত ওরা ক্যাসিনোতে খেলতে যায়নি। আরেকটা বিষয় হলো যেটা ওরা অপরাধ করেছে ধরা যায় সেটি ১০ টায় হোটেলে ফেরার কথা থাকলে ফিরেছে ১০টা ৩৪ মিনিটে। তারপরও আমরা ম্যানেজারের লিখিত রিপোর্ট পাব। ঘটনার তদন্ত হবে, দোষ থাকলে শাস্তিতো পাবেই।’

তবে মূল বিতর্কটা অন্য স্থানে। দল হোয়াইটওয়াশ হয়েছে। তার মধ্যে তিন ক্রিকেটারের ক্যাসিনোতে যাওয়া নিয়ে। এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘আমিতো বলেছি ওরা খেতে গিয়েছে। খেলতে যায়নি। এখন ২০০ রানে হারের পর কেউ খেতে বের হতে পারবে না, বা শপিং মলে যেতে পারবে না সেটা অন্য বিষয়। এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তাই আগেই কিছু বলতে চাইছি না। একজন ক্রিকেটার হতো তাহলে সিদ্ধান্ত নিতে সময় লাগতো না। কিন্তু এখানে একসঙ্গে তিনজন ক্রিকেটারের ব্যাপার। তাই আমাদের সঠিকভাবে তদন্ত করেই বিষয়টা জানতে হবে।’

ক্রিকেটারদের টেলি কনফারেন্স

সাধারণত বাংলাদেশ ক্রিকেট দলের সব সফরেই বোর্ড সভাপতিসহ পরিচালকদের কেউ না কেউ উপস্থিত থাকেন। এবার সেটির ব্যতিক্রম হয়েছে বিসিবি’র নির্বাচনের কারণে। টেস্ট বা ওয়ানডে সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলতে পারেননি দলের ক্রিকেটারদের সঙ্গে। তাই টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশে বসেই তিন গতকাল দক্ষিণ আফ্রিকায় দলের টিম মিটিংয়ে অংশ নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখেন এবার শুধু ম্যানেজার নান্নু ছাড়া আর তেমন কোনো ক্রিকেটারের সঙ্গে আমার দল নিয়ে কথা বলার সুযোগ হয়নি। তাই ঠিক করেছি। আজ (গতকাল) রাতে যে টিম মিটিং হবে সেখানে আমি ক্রিকেটারদের সঙ্গে স্কাইপিতে কথা বলবো। কথা বলবো ওদের অনুপ্রেরণা দিতে উৎসাহ দিতে, কোন সমস্যা থাকলে জানতে।’

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস