ভারত-পাকিস্তান ম্যাচকে ক্রিকেটে বলা হয় হাইভোল্টেজ, স্নায়ুচাপ আর বিতর্কের। তবে বাংলাদেশ-ভারত ম্যাচ যেন গত কয়েক বছরে সেই উত্তেজনা ছাপিয়ে গেছে।
গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে এখনও বির্তক থামার জো নেই। ভেজা মাঠে খেলতে না চাইলেও আম্পায়াররা সাকিবের কথায় কর্ণপাত করেননি। আম্পায়ারদের নজর এড়িয়ে গেছে বিরাট কোহলির ফেক ফিল্ডিং।
৫ রানের পেনাল্টি পায়নি বাংলাদেশ। নো-কল করে আম্পায়ারের ওপর কোহলির প্রভাব বিস্তারের চেষ্টা। এসব বিষয়ে তর্ক-বিতর্কে মুখর ক্রিকেটবিশ্ব। ভারতকে বাড়তি সুযোগ দেয় আইসিসি, মাঠের আম্পায়াররা ভারতীয় দলের পক্ষপাত করেন—ক্রিকেটাঙ্গনে প্রচলিত এমন সব কথা এখন শোনা যাচ্ছে বেশ জোড়েশোরেই।
ম্যাচের পর বাংলাদেশের পক্ষ নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বলেন, ‘আইসিসি ভারতকে সেমিফাইনালে তুলতে চায়’।
এবার আফ্রিদির এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি।
সংবাদ সংস্থা এএনআইকে সাবেক এই ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘ আফ্রিদির এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তার ওই অভিযোগের কোনো স্থানই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’
দেশটির সংবাদমাধ্যমে কী বলেছিলেন শহীদ আফ্রিদি?
বাংলাদেশ ম্যাচ হারার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার আফ্রিদি দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে বলেছিলেন, ‘টিভির পর্দাতেই দেখা গেছে, সাকিব এ (মাঠ ভেজা) নিয়ে কথা বলেছে। দেখতেই পারছেন মাঠ ভেজা ছিল। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিলেন। ক্রিকেট–বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’