আগামী ৪ই নভেম্বর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলের) পঞ্চম আসরের। বিপিএলের চতুর্থ আসরে মাঝারি মানের দল নিয়ে রাজশাহী কিংসকে ফাইনালে তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজকে দুইবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি।
গতবারের মত এবারের আসরেও রাজশাহী কিংসকে নেতৃত্ব দিবেন তিনি। তবে বিপিএলে খেলতে আসার আগে গতকাল এক ভিডিও বার্তায় রাজশাহীর সমর্থকদের নিজের আগমনী বার্তা জানিয়ে রাজশাহীর আঞ্চলিক ভাষায় তিনি বলেন, মামুর বেটা, তোমরা কেমন আছ? কোনো টেনশন নিয় না, এবার জিতে নিবো।
এবারের আসরে রাজশাহী কিংসের আইকন মুশফিকুর রহমানের সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, ফরহাদ রেজা এবং বিদেশীদের মধ্যে রয়েছেন লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সামিত প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিনদের মত তারকা ক্রিকেটারেরা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম