দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেরও হেরেছে সফরকারী বাংলাদেশ। অন্যভাবে বললে, দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে পাত্তা পাননি টাইগাররা।
তবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে মোটেও সহজভাবে নিচ্ছেন না টিম দক্ষিণ আফ্রিকা। দলটির ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করছেন, টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৮৭ রান করে সিরিজ সেরা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডি কক বলেন, ‘টি-টোয়েন্টিটা একেবারেই ভিন্ন ফরম্যাট। আর বাংলাদেশ দারুণ একটা দল। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে তারা। ’
প্রসঙ্গত, পুরো সিরিজজুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন কুইন্টন ডি কক। প্রথম ওয়ানডেতে করেন ১৪৫ বলে ১৬৮ রান। দ্বিতীয় ওয়ানডেতে করেন ৪৬ আর শেষ ম্যাচে করেন ৭৩ রান।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ