র‍্যাংকিংয়ে মুশফিকের পাঁচ ধাপ উন্নতি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একদিনের ক্রিকেটের র‍্যাংকিং তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত এই র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় একদিনের ম্যাচে ৬০ রান করেন মুশফিক। যার সুবাদে ৫ ধাপ এগিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছেন এই ক্রিকেটার।

সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‍্যাংকিং-

১। এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৮৭৯ রেটিং পয়েন্ট।

২। বিরাট কোহলি (ভারত)- ৮৭৭ রেটিং পয়েন্ট।

৩। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৮৬৫ রেটিং পয়েন্ট।

৪। বাবর আজম (পাকিস্তান)- ৮৩৩ রেটিং পয়েন্ট।

৫। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) এবং জো রুট (ইংল্যান্ড)- ৮০২ রেটিং পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top