ফের দুঃসংবাদ দিলেন তামিম

ইনজুরি পিছু ছাড়ছে না জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকায় একের পর এক ইনজুরির সাথে লড়ে যেতে হচ্ছে তাকে। টেস্ট সিরিজে ইনজুরির কারনে একটি ম্যাচ খেলতে পারেননি।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বাইরে ছিলেন এই বাঁহাতি ওপেনার। ফিটনেস ফিরে পেয়ে দ্বিতীয় ওয়ানডে খেললেও ফের ইনজুরিতে পড়েছেন তামিম। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু। বাংলাদেশি মিডিয়ায় নান্নু বলেছেন, ‘ফিজিও আমাকে পুরোপুরি বলেছেন যে, তৃতীয় ওয়ানডেতে তাকে নিয়ে সন্দেহ আছে। সে খেলতে পারবে না। সেই হিসেবে আমরা স্ক্যানটা করছি। তারপর বুঝা যাবে কি করা যাবে।’

এদিকে একের পর এক দুঃসংবাদের সিরিজে টেস্টের পর ওয়ানডেতেও জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ দল। ইতিমধ্যে ওয়ানডে সিরিজে হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে ভালো খেলতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, ‘জয় তো অবশ্যই দরকার। এটি টিমের সিনারিও কিন্তু পরিবর্তন করে দেয়। খেলোয়াড়রাও মরিয়া ভালো একটা সাফল্য পাওয়ার জন্য।

আমার বিশ্বাস, তৃতীয় ওয়ানডেতে যেহেতু ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আছে ক্রিকেটাররা শতভাগ দিতে পারলে এটা কাজে লাগাতে পারবে।’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ