ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার রানও দ্রুতগতিতে বাড়ছে। বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রান। হাশিম আমলা ৭৪ রান করে ও এবি ডি ভিলিয়ার্স ৭৬ রান করে অপরাজিত আছেন।
পার্লে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এখন টস হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ১৮তম ওভারে সাকিব আল হাসানের বলে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস।
বাংলাদেশ আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। গত ম্যাচে ইনজুরির কারণে না খেললেও আজ একাদশে আছেন তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ