অবশেষে উইকেটের দেখা পেলো বাংলাদেশ, তাও আবার জোড়া আঘাত। শিকারি সাকিব আল হাসান, শিকার কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস। সাকিবের জোড়া আঘাতে হঠাৎ ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৮ রান। ব্যাট করছেন আমলা ও ডি ভিলিয়ার্স।
অবশ্য আজ টসে জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। শুরুর ৫ ওভারে দারুণভাবে ব্যাটসম্যানদের চেপে ধরতে সক্ষম হন মাশরাফি-তাসকিনরা। তার পর অবশ্য ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করে ব্যাটসম্যানরা।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা আনার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও চলতি দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত কোনও জয়ের দেখা পায়নি টাইগাররা। সব মিলে পারফরম্যান্সেও পড়েছে হতাশার ছায়া।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস