চাকরি হারাতে যাচ্ছেন আইসিসির সিইও মানু সাহনি

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আইসিসি তাদের প্রধান নির্বাহী মানু সাহনিকে হঠাৎ করে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। আর এবার মানু সাহনি তার পদই হারাতে যাচ্ছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।

বুধবার-বৃহস্পতিবারের মধ্যে অনুষ্ঠেয় আইসিসির গভর্নিং বডির টেলিকনফারেন্সে মানু সাহনিকে তার পদ ছাড়তে বলা হতে পারে। মূলত কার্যপরিচালনায় তার কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে নিরীক্ষা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের (পিডাব্লিউসি) তদন্তের পর এই ব্যবস্থা নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রসঙ্গত, মানু সাহনির বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠে। সিঙ্গাপুরে তার আগের কর্মস্থলেও এমন অভিযোগ শোনা গিয়েছিল। দুবাইয়ে আইসিসির কার্যালয়ের ৯০ শতাংশের বেশি কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

Scroll to Top