টাইগারদের নতুন স্টেডিয়াম ও নতুন সমস্যা!

আজ রোববার দঃ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে টাইগার বাহিনী। কিন্তু যে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি শহর থেকে একটু দূরে একেবারে খোলা জায়গায় । যার নাম ডায়মন্ড ওভাল স্টেডিয়াম। আশেপাশে উঁচু কোনো স্থাপনা না থাকায় বাতাসের দাপট একটু বেশিই। তাছড়া মাঠের বেশিরভাগ জায়গাতে নেই গ্যালারি। তাই থামানোর মতোও কিছু নেই।

আর এই নিয়েই অনেকের মধ্যে শঙ্কা ও প্রশ্ন জেগেছে , এমন স্টেডিয়ামে পারবে তো মাশরাফিরা? তাছাড়া ডায়মন্ড ওভালে বাতাসের তীব্রতা বাংলাদেশের ভাবনার কারণ বলেও ধারনা অনেকের।

তবে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ঠিকই টের পেয়েছে টাইগারদের উপর কতটা প্রভাব ফেলতে পারে এই বাতাস । তাই অনুশীলনের সময় বিভিন্ন দিকে বল ছুড়ে পরীক্ষা করে দেখেছেন তিনি।

তবে এই সমস্যাকেও ছোট মনে করেননা অধিনায়ক মাশরাফি। তগিনি বলেন, \” “বাতাসে ঝামেলা আছে। একপাশে একটু খোলা তো। এর সঙ্গে মানিয়ে নিতে হবে। \’

উল্লেখ্য, ডায়মন্ড ওভাল স্টেডিয়ামে অনেক ঘরোয়া ক্রিকেট খেলেছেন প্রোটিয়ারা , তাই বাতাস কি করে নিজেদের পক্ষে ব্যবহার করা যায় তা ভাল করেই জানা আছে অধিনায়ক ফাফ দু প্লেসিসের।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top