ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন নাঈম ইসলাম। আগের দিনই ৭ হাজার রান ছোঁয়ার ইনিংসটিতে সেঞ্চুরি করেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এবার সেই ইনিংসকে নাঈম ইসলাম রূপ দিলেন নতুন মাইলফলকে।
জাতীয় লিগে শনিবার রংপুরের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনায় ডাবল সেঞ্চুরি করেছেন নাঈম।
১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন নাঈম। দেড়শ স্পর্শ করেন প্রথম সেশনে, ২৬৭ বলে। দ্বিতীয় সেশনে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়। ৩৪১ বলে করেন ২০০। ইনিংসে চার তখন ২১টি, ছক্কা ৪টি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৪৯ বলে ২১৬ রানে।
গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ১৮৫ রানে আউট হয়েছিলেন নাঈম। প্রথম শ্রেণিতে তার সর্বোচ্চ ছিল সেটিই।
দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান করা নাঈমের এটি ২৩তম সেঞ্চুরি। ২৪ সেঞ্চুরিতে তার ওপরে আছেন কেবল তুষার ইমরান।
এবারের জাতীয় লিগে নাঈমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে করেছিলেন ৪টি সেঞ্চুরি। সব মিলিয়ে সবশেষ ১১টি প্রথম শ্রেণির ম্যাচে করলেন ৬টি সেঞ্চুরি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ