দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টেই বাজে পরাজয়ের পর তুমুল আলোচনা আর সমালোচনার চাপ সইতে হচ্ছে বাংলাদেশ টেস্ট দলকে বিশেষ করে অধিনায়ক মুশফিকুর রহিমকে। তীব্র সমালোচনা করছেন ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে বিসিবি প্রধানও। ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মুশফিকের অধিনায়কত্ব কেঁড়ে নেওয়ার প্রস্তাবও তুলছেন অনেকে।
অথচ ১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন মুশফিকুর রহিমও। দলের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ অবস্থান তার। কিন্তু তার অধিনায়কত্ব নিয়ে বিতর্কে ক্রমশ ঘোলাটে হয়ে উঠা পরিস্থিতিতে আসন্ন ওয়ানডে সিরিজে তার মনোযোগ বিঘ্নিত হলে সেটা দলের জন্য আদৌ ভাল কিছু বয়ে আনবে না।
দলের জন্যও এটা ক্ষতিকর। সবাই জানে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে ওয়ানডেতেও দুর্দান্ত দল। তাদের হারানো সহজ হবে না। ফলে এখন সকল মনোযোগ ওয়ানডে ঘিরেই হওয়া উচিৎ।’
বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ