ব্লুমফন্টেইনের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানে হারলো বাংলাদেশ। এই হারে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হারলো মুশফিকবাহিনী।
প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে দ্বিতীয় টেস্টে আরো করুণ হার বাংলাদেশের। ইনিংস ব্যবধানে ও ২৫৪ রানে হারতে হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্যাটিং বিপর্যয়, নির্বিষ বোলিংয়ে দুই টেস্টে দাঁড়াতেই পারেনি টিম বাংলাদেশ। তাই দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েই থাকতে হলো লাল-সবুজদের। এ নিয়ে দুই দলের ১২ বারের দেখায় ৮ বারই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দল।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রোটিয়া বোলারদের পেস আক্রমণে ১৪৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বিপর্যস্ত বাংলাদেশ শিবির। ১৭২ রানেই অলআউট হয় টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় এবার ইনিংস পরাজয়ের মুখ দেখলো মুশফিকবাহিনী।
বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ