বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাথার ইনজুরির কারণে তাকে দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
এর আগে ব্লুমফন্টেইন টেস্টের তৃতীয় দিন সকালে ডুয়ান অলিভারের বাউন্সি বলে মাথায় আঘাত পান মুশফিক। ওইসময় বাংলাদেশ দলের ফিজিও থিয়ান চন্দ্রমোহন মাঠেই মুশফিককে প্রাথমিক ট্রিটমেন্ট দেন। এসময় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ও ডক্টর মুহাম্মেদ মুসাজিও মাঠে আসেন। তিনি মুশফিকের অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মাঠ ছাড়ার পরামর্শ দেন।
এরপর প্রায় ৪০ মিনিট ব্যাট করেন মুশফিক। তবে এলবিডব্লিউ হয়ে পারনেলের বলে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপরই মাথার আঘাত গুরুতর কিনা জানতে হাসপাতালে নেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে।
বাংলাদেশ সময় : ১৭১৯ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ