ইনজুরিতে ইমরুল কায়েস

এমনিতেই মহাবিপদে আছে বাংলাদেশ। সাকিব আল হাসান ছুটিতে। ইনজুরিতে পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকার হতে যাচ্ছেন ইমরুল কায়েসের সঙ্গী। কিন্তু সেই ইমরুল কায়েসই তো নেই! তিনি ড্রেসিংরুমে শুয়ে হাতের ব্যথায় কাতারাচ্ছেন! মাঠে কখন নামতে পারবেন সেটা অনিশ্চিত!

দুঃসংবাদটি আসে লাঞ্চ বিরতির পর। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বল তরুণ ওপেনার মার্করামের ব্যাটে লেগে স্লিপের দিকে চলে যায়। সেটিকে ক্যাচে পরিণত করতে ডাইভ দেন ইমরুল। বল তো তালুবন্দী হয় ই নি, উপরন্তু চোটের শিকার হন ইমরুল কায়েস। বল একটু সামনে পড়ে আঘাত করল তার হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল।

মেডিকেল কিট ব্যাগ নিয়ে মাঠে ছুটলেন বাংলাদেশ দলের ফিজিও।

শেষ পর্যন্ত ফিজিওর কাঁধে ভর করে মাঠের বাইরেই যেতে হলো এই ওপেনারকে। ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, চা বিরতির পরই ফিল্ডিংয়ে নামতে পারবেন ইমরুল কায়েস। কিন্তু ব্যথা না কমায় এখনো মানগাউং ওভালের ড্রেসিংরুমে তিনি। চলছে বরফ চিকিৎসা। আজ আর ফিল্ডিংয়ে নামা হবে না ইমরুলের। তামিম ইকবালের পর তবে কি ইমরুলও?

বাংলাদেশ সময় : ২৩৫৩ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top