করোনা ভাইরাস এখন বিশ্ববাসীর কাছে এক আতঙ্কেও নাম। বাংলাদেশে ইতিমধ্যে ৪৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। মারা গিয়েছে ৫ জন। এই আতঙ্কে প্রতিদিনই মরছে হাজারেরও বেশি মানুষ। বিশ্বের শক্তিশালী দেশগুলোও অসহায়ের মতো শুধু দেখেই যাচ্ছে। মরণ ব্যাধি এই ভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত কোন কার্যকরী ঔষধ আবিষ্কার হয়নি।
এমন সংকটের মুহূর্তে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন দেশের প্রভাবশালীরা। করোনা আক্রান্তদের থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রক্ষায় গঠিত তহবিলে বড় বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা। তাদেরকে অনুসরণ কওে বাংলাদেশের অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও।
এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে \”দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন\” পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।
সারাদেশ আজ লড়ছে একটি মহামারীকে রুখতে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আসুন, সবাই মিলে একসাথে লড়ি, একসাথে বাঁচি। কারণ, মানুষ তো মানুষেরই জন্য।’