শঙ্কায় পাকিস্তানের রেকর্ড

আবুধাবি টেস্টে শ্রীলঙ্কা নাটকীয়ভাবে হারালো পাকিস্তানকে। রঙ্গনা হেরাথের দুর্দান্ত স্পিনে ১৩৬ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি সরফরাজ আহমেদের দল। দুই টেস্টের সিরিজে এখন তারা ১-০ তে পিছিয়ে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার দুবাই স্টেডিয়ামে দিবারাত্রির টেস্টে লঙ্কানদের মোকাবিলা করবে পাকিস্তান।

গত সোমবার প্রথম টেস্টে ২১ রানের জয় শ্রীলঙ্কাকে এনে দিয়েছে সিরিজ নিশ্চিতের সুযোগ। অন্যদিকে নিজেদের হোম ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে প্রথম সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান, যারা এখানে ৯ সিরিজের একটিও হারেনি।

২০০৯ সালে পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হিসেবে নির্বাসিত হওয়ার পর আরব আমিরাতে পাঁচটি জয় ও চারটি সিরিজ ড্র করেছে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনও পরিণতি তাদের এনে দিতে পারে ৮ বছরে প্রথম ‘হোম সিরিজ’ হারের লজ্জা।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আশাবাদী, প্রথম টেস্টে হারের ব্যথা ভুলে ঘুরে দাঁড়াবে তার দল। তিনি বলেছেন, ‘হেরাথের বিপক্ষে আরও ইতিবাচক খেলতে আমাদের সেরাটা দেব। সংযুক্ত আরব আমিরাতে আমরা কখনও সিরিজ হারিনি, এ রেকর্ড অক্ষত রাখা গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ