আবারও দেশের জন্য বড় সম্মান বয়ে আনলেন সাকিব

তাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের \’পোস্টার বয়\’। একমাত্র বাংলাদেশি হিসেবে সারা বিশ্বের ক্রিকেট লিগগুলোতে চষে বেড়ান।

ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অল-রাউন্ডার। ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটার এত লম্বা সময় ধরে তিন ফরম্যাটে বিশ্বসেরা থাকেনি। দেশের জন্য এই মর্যাদা এসেছে সাকিবের হাত ধরেই। এবার নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন সাকিব। দেশের জন্য আবারও বয়ে আনলেন অনেক বড় সম্মান।

এমসিসি ক্রিকেট কমিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬ সালে। কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। প্রতি বছর দুই বার করে সভা হয় এই কমিটির। ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি।

সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে। আইসিসি সভায় অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হয় সেসবের। সম্প্রতি ব্যাটের সাইজ থেকে শুরু করে বদলে যাওয়া বেশ কিছু আইনের সুপারিশ যেমন এসেছিল এই কমিটি থেকেই।

\"\"

কিন্তু সাকিবকে নিয়ে খবরে এমসিসি আসল কোথা থেকে? কারণ বিশ্বসেরা অল-রাউন্ডার এবার জায়গা করে নিয়েছেন এই প্রভাবশালী এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে! গত ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই সুখবরটি সাকিবকে জানিয়েছে আইসিসি। নতুন কমিটির দায়িত্ব শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকে। এবারের কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সাকিবদের কমিটির প্রথম বৈঠক হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। পরের সভা হবে আগামী ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে।

এত বড় একটি সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাকিব সোশ্যাল সাইটে লিখেছেন, \’এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পর একটি সম্মানজনক কিছুর সদস্য হতে পেরে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে এমন একটি সম্মান দেওয়ায় আমি কৃতজ্ঞ। \’

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top