অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য অভিজ্ঞ পেসার আশিস নেহরাকে দলে ফিরিয়েছে ভারত। আরেক পরিচিত মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিকও ডাক পেয়েছেন।
অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে ছুটিতে থাকা ওপেনার শিখর ধাওয়ান স্কোয়াডে ফিরেছেন। সবশেষ গত ফেব্রুয়ারিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩৮ বছর বয়সী নেহরা। মিস করেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ট্যুর। ক্যারিবীয়দের বিপক্ষে থাকলেও শ্রীলঙ্কা সফরে একমাত্র টি-টোয়েন্টিতে ছিলেন না কার্তিক।
ওয়ানডে খেলা ইনফর্ম অজিঙ্কা রাহানে বাদ পড়েছেন। এ ফরমেটে গত বছরের আগস্টে শেষবার দেখা গিয়েছিল তাকে। ১৫ সদস্যের স্কোয়াডে নেই রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। ওয়ানডে সিরিজেও দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও আক্সার প্যাটেলের ইনজুরিতে জাদেজাকে যুক্ত করেন নির্বাচকরা। অবশ্য সিরিজে এক ম্যাচও খেলা হয়নি।
ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি বেশ দাপটের সঙ্গেই ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টি হবে রাঁচিতে। আগামী শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ১০ ও ১৩ অক্টোবর। ভেন্যু গুয়াহাটি ও হায়দ্রাবাদ।
ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মানিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, কুলদীপ যাদব, যুগেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা, অক্ষর প্যাটেল।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ