বিপিএলে খেলতে ক্রিকেটারদের শর্ত পিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নিলে পিসিবি কোনো খেলোয়াড়কে দেবে না অনাপত্তিপত্র।

শুধু বিপিএল না, দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও অংশগ্রহণের জন্য এ শর্ত দিয়েছে পিসিবি।

বিপিএল শুরু হবে ৩ নভেম্বর। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিপিএল শুরু হওয়ার একদিন পর গ্লোবাল টি-টোয়েন্টির লিগের পর্দা উঠবে। দক্ষিণ আফ্রিকায় ওই প্রতিযোগিতার ফাইনাল হবে ১৬ ডিসেম্বর। ঠিক এমন সময়ই পাকিস্তান আয়োজন করছে জাতীয় টি-টোয়েন্টি কাপ। ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। তবে ফাইনাল ম্যাচ হবে ২৩ নভেম্বর।

পিসিবির ভাষ্য, ‘ঘরোয়া টুর্নামেন্ট বিদেশি লিগ থেকে বেশি গ্রহণযোগ্য। তাই ঘরোয়া টুর্নামেন্ট খেলে যেতে হবে বিদেশি লিগে। পিসিবি তাই চুক্তিভুক্ত ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে।’ তবে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বাইরের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণে বাধ্যবাধ্যকতা নেই।

জাতীয় টি-টোয়েন্টি কাপ হবে মুলতান ও ফয়সালাবাদে। এতে অংশ নেবে মোট আটটি দল।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ