উপেক্ষার জবাব দিলেন মাহমুদউল্লাহ

মুমিনুলের মতই উপেক্ষিত নাম মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় একই টেস্টে বাদ পড়েছিলেন। পরে জায়গা পাননি ঘরের মাঠের অজি সিরিজে। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রান আসেনি। আসল ম্যাচে ভরসা হয়েই দেখা দিলেন অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক ছুঁয়ে ফিরেছেন ৬৬ রানে। মরকেলের বলে বোল্ড হয়ে।

মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৪ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। বাঁহাতি ব্যাটসম্যান এরপর ২০ ইনিংসে থাকলেন তিনঅঙ্কহীন। এদিন ফিরলেন ৭৭ রানে। ১২ চারে ১৫০ বলের ইনিংসটি থেমেছে লেন্থ বলে ফরোয়ার্ড শর্টে মার্করামের ক্যাচ হয়ে।

ফেরার আগে তামিমের সঙ্গে ৫৫, মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের জুটিতে সংগ্রহ এগিয়ে নিয়েছেন মুমিনুল। মাহমুদউল্লাহ একপ্রান্ত আগলে রেখে পরে সাব্বিরের সঙ্গেও ৬৫ রান যোগ করেন।

প্রস্তুতিতে দুই ইনিংসে ফিফটি করা সাব্বির অবশ্য ইনিংস বড় করতে পারেননি। অলিভিয়ের ভেতরে ঢোকা বল স্টাম্পে টেনে এনে বাজে শটে ফিরেছেন ৩০ রান করে।

এর আগে শনিবার সকালে পচেফস্ট্রম টেস্টে ৩ উইকেটে ১২৭ রানে ক্রিজে এসে সাবধানী শুরুর পর তামিম ইকবালের উইকেটটি হারায় বাংলাদেশ। ২২ রানে ব্যাটিংয়ে এসে দুদফা বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম।

নিজের ২৬ রানের মাথায় রাবাদার বলে তামিমের বিপক্ষে এলবিডব্লিউর জোড়াল আবেদনে আঙুল ওঠাননি আম্পায়ার। ডু প্লেসিস রিভিউ চেয়ে বসেন। রিপ্লে অবশ্য তার বিপক্ষেই গেছে। রাউন্ড দ্য উইকেটে ছোঁড়া রাবাদার বল লেগস্টাম্পে বাতাস দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আম্পায়ার্স কলে বেঁচে যান টাইগার উদ্বোধনী।

প্রোটিয়াদের অবশ্য বেশি ক্ষতি হয়নি। নতুন আইনের ফাঁক গলে বেঁচে গেছে তাদের রিভিউটিও। আম্পায়ার্স কলে এখন থেকে আর রিভিউ খোয়াবে না চেয়ে বসা দল।

তামিম একই রানে থাকার সময় আবারও রিভিউ নেয় প্রোটিয়ারা। রিভার্স সুইংয়ে হয়ে আসা ইয়র্কার তামিমের বুটে লেগেছিল। রিভিউয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লে বলে, বল লেগস্টাম্পকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল।

তামিম বেশিদূর এগিয়ে যেতে পারেননি সেখান থেকে। আন্ডিলে ফেলুকোওর নিরীহ দর্শন এক বলে উইকেট দিয়েছেন ৪১ রানে। লেগস্টাম্পের বাইরের বলে গ্ল্যান্স করে ব্যাটের কানায় নেন, ডি কক সেটা গ্লাভসে পুরতে ভুল করেননি।

দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে। লিটন দাস, ইমরুল কায়েস ও অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেট শুক্রবার বিকেলেই হারায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ