মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাঠের স্তূপে আগুন

মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাঠের স্তূপে আগুন
মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে - সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার।

মহেশখালী ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চকরিয়া ও পেকুয়া ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট সেখানে পৌঁছায়। পুলক কান্তি সরকার জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠের স্তূপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন জানান, সকাল থেকে অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না। প্রকল্পের দক্ষিণ প্রান্ত থেকে আগুন লেগে উত্তর প্রান্তের দিকে চলে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। প্রচুর বাতাসে আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে কখন নিয়ন্ত্রণে আসে এখন বলা যাচ্ছে না।

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, টাউনশিপ এলাকায় যেখানে আগুন লেগেছে সেটি বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে। ফলে বড় ধরনের আশঙ্কা আমরা দেখছি না। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিত্যক্ত কাঠের স্তূপে স্থানীয় কর্মীরা কাজ করছিল। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।