কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আগুন আশপাশের শিবিরে ছড়িয়ে পড়ছে

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের আগুন আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়েছে

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লেগেছে; আগুন আশপাশের ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোববার দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে যায়।

তিনি বলেন, “আগুন আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রাথমিক তথ্য মতে, আগুনে অন্তত সহস্রাধিক বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তবে আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনেরও সহায়তা চাওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি বলে জানান শেখ মোহাম্মদ আলী।