উখিয়ার বালুখালী ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে উখিয়ার বালুখালী ক্যাম্পে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বালুখালীর ক্যাম্প ৮-ই-এর বাসিন্দা। আরেকজন কোন ক্যাম্পের বাসিন্দা ছিলেন, তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ক্যাম্পের সন্ত্রাসী নবী হোসেনের গ্রুপের সদস্যদের ওপর আরসার লোকজন হামলা চালায়। সে সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এরপর পুলিশ সেখানে গেলে তাদের দিকেও গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, চারটি গুলি, একটি বিদেশি পিস্তলের গুলিভর্তি ম্যাগজিন ও শর্টগানের চারটি গুলি উদ্ধার করা হয়েছে।’