পা পিছলে পড়ে কোমর ভাঙলেন মেয়র নাছির

নিজের ঘরে পা পিছলে পড়ে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কোমরে আঘাত পেয়েছেন। এতে তার কোমরের একটি হাড় ভেঙে গেছে।

গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লার নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সকাল ৭টার দিকে নিজের বাসায় বাথরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে যান। এরপর বাসায় চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরে সকাল ১০টার দিকে তাকে নগরের পাঁচলাইশ এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে মেয়রের এক্সরে, ইসিজি, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাগুলোর প্রতিবেদন নিয়ে মেডিকেল বোর্ড বসায় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

রায়হান ইউসুফ জানান, চিকিৎসকরা মেয়রকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কয়েকদিন পর আবার তাদের কাছে নিতে বলা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান রায়হান।

প্রায় ৬০ বছর বয়সী নাছির চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময় : ০৮২৬ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top