করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা সরকারি নির্দেশনা না মেনে ‘লকডাউনের’ মধ্যে অকারণে ঘরের বাইরে আসায় চট্টগ্রাম নগরে ৬৭ জনকে ১ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ২ শিফটে নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সেনাবাহিনী, এলিট ফোর্স র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, অকারণে ঘরের বাইরে ঘোরাঘুরি, জরুরি সেবা ও পণ্য ব্যতীত অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, অলি-গলিতে আড্ডাবাজি, গাড়ি-মোটরবাইকে যাতায়াত করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৭টি মামলায় ৬৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।