ঘূর্ণিঝড় ‘মোখা’র সম্ভাব্য ক্ষতি এড়াতে টানা ২ দিন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর চালু হয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তবে বন্দর কর্তৃপক্ষ কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও জাহাজ চলাচল ও লোডিং-অনলোডিং আজ সোমবার সকাল থেকে শুরু হতে পারে বলে জানা গেছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আমরা আবহওয়া অধিদপ্তরের সংকেত নামানোর অপেক্ষায় ছিলাম। রোববার রাতে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এর পর পরই আমরা বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ প্রত্যাহার করে নিয়েছি। বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক। আমরা পণ্য ডেলিভারি দিতে প্রস্তুত। কেউ চাইলে ইয়ার্ড থেকে পণ্য নিয়ে যেতে পারেন। তবে জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলোকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে সোমবার সকাল থেকে। তাই পণ্য লোডিং-অনলোডিংও আজ থেকেই শুরু হবে।’