চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চট্টগ্রাম নগরীতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফারুক (৪২) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এসময় ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মানিব্যাগে থাকা পরিচয়পত্র থেকে র‍্যাব তার পরিচয় জানতে পারে। ফারুকের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ফারুককে ধরতে র‍্যাব সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ফারুক র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ফারুক ঘটনাস্থলেই নিহত হন।

এসময় দুই লাখ ইয়াবা, বিপুল পরিমাণ ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ফারুক এলাকায় বাইট্যা ফারুক নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top