উন্নতির দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি’র শারীরিক অবস্থা। তবে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসিইউ’তে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসেন। পরে কয়েকটি শারীরিক পরীক্ষা করান।
হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর নেতা আ ন ম আহমদ উল্লাহ বলেন, ‘হুজুরের শরীরের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বুধবার সকালে বোর্ড মিটিংয়ে বসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। পরে কয়েকটি শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। রিপোর্ট আসার এর হুজুরের বিষয়ে সিদ্ধান্ত নেবে চিকিৎসকরা।’
প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী আলেমা আল্লামা আহমেদ শরীরের বাসা বেঁধেছে নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীন আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত মাসের শেষের দিকেও শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুর খ্যাত আল্লামা শফিকে।