চট্টগ্রামে তেলবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

চট্টগ্রামে দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস তেলবাহী ওয়াগণ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে ইঞ্জিনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রেলের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকাল দুপুরে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন অদূরে ১৪ নম্বর রেলওয়ে সেতুর কাছে এ ঘটনা ঘটে। ফার্নেস তেলবাহী আটটি ওয়াগন নিয়ে সকাল সাড়ে ১০টায় দোহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায় ট্রেনটি।

খবর পেয়ে কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া আনা হয় ফায়ার সার্ভিসের একটি এ্যাম্বুলেন্স। তবে রেলে থাকা নিরাপত্তা সরঞ্জান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

গোমদণ্ডী স্টেশন মাস্টার মো. আবু জাফর বলেন, আটটি ওয়াগনে করে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। ইঞ্জিনের ধোঁয়ার পাইপে আবর্জনা জমে আগুন লেগে যায়।

তিনি বলেন, তেলের পাইপে কার্বন জমে ধোঁয়ার সঙ্গে আগুন দেখা যায়। এটা মাঝে মধ্যে হয়ে থাকে। এতে ইঞ্জিনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার অতীশ চাকমা জানান, রেল ইঞ্জিনে কার্বন বক্সে ময়লা জমে আগুনের সৃষ্টি হতে পারে। লোক মাস্টার ইঞ্জিন বন্ধ করায় আগুন নিভে যায়। পরবর্তী ইঞ্জিন চালু করে দেখা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top