মোঃ ইফতেখার (চট্টগ্রাম প্রতিনিধি): সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র প্রো-ভিসি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রজেক্ট ডাইরেক্টর প্রফেসর ইঞ্জি. মোহাম্মদ আলী আশরাফ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)\’র সেন্ট্রাল কাউন্সিল মেম্বার নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন ও বর্তমান শিক্ষার্থীরা।
আজ রোববার (১ মার্চ) বিকাল ৩টায় বায়েজিদে আরেফিন নগরস্থ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র স্থায়ী ক্যাম্পাসে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাহমুদুল করিম ও সিনিয়র ব্যাচের ছাত্রদের নেতৃত্বে,এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জি. ইয়াসির আরাফাত,রতি,সুনান,সুজন,আসিফ,সামির,রাহাত প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয় তড়িৎ কৌশল ও ইলেকট্রনিক বিভাগের সাবেক প্রভাষক ইঞ্জি. মোহাম্মদ রফিকুল ইসলাম।
ইঞ্জিনিয়ারিং পেশার দক্ষতা উন্নয়ন ও সুনাম বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা নিয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র সেন্ট্রাল কাউন্সিলর মেম্বার নির্বাচিত প্রফেসর জনাব ইঞ্জি. মোহাম্মদ আলী আশরাফ।