কক্সবাজারের উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক থেকে আরও ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সবমিলিয়ে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ২০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো।
পুলিশ বলছে, রাখাইন থেকে পালিয়ে আসার সময় নাফ নদীতে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) চাই লাও মারমা জানান, আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ১২ রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় ১৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক পাঁচজন নারী ও নয় শিশুর মরদেহ ভেসে আসতে থাকে। সন্ধ্যার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট রাতে হামলা চালায় বিদ্রোহীরা। পরে রাখাইনে শুরু হয় সেনা অভিযান।
২৫ আগস্ট থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। নাফ নদী পেরিয়ে আসার সময় নৌকা ডুবে এ পর্যন্ত অনেক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় : ১২১৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ