মুরাদনগরে দুর্গাপূজা মণ্ডবের প্রতিমা ভাঙচুর

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুর্গাপূজার একটি মণ্ডপের চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার রাত তিনটার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামের বিমল চন্দ্র দাসের বাড়ির মণ্ডপে এ ঘটনা ঘটে।

মণ্ডপ কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাস জানান, রাতে পাহারার দায়িত্বে থাকা লোকজন দুইটার দিকে ঘুমাতে গেলে কে বা কারা দুইটা থেকে তিনটার মধ্যে মা লক্ষী, স্বরস্বথী, কার্তিক, গনেশের সুর ভাঙচুর করে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের, অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, মুরাদনগর থানা তদন্ত (ওসি) হাবিবুর রহমান, মুুরাদনগর উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক নিতাই চন্দ্ররায়, অরুপ নারায়ন পিংকু, বর্তামান পার্থস্বারথী দত্ত, ইউপি’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিকেলে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।

এ বিষয়ে মঙ্গলবার সকালে বিমল চন্দ্র দাস বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাত নামে একটি অভিযোগ দাখিল করেন। মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বিষয়টি খুবই নেক্কারজনক। তদন্ত চলছে, তদন্তে কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

বাংলাদেশ সময় : ১৮৪১ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top