অসহায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিজেদের এক দিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী আরও জানান, রোহিঙ্গাদের জন্য ১২টি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেগুলোতে মিয়ানমার থেকে আঘাত প্রাপ্ত হয়ে আসা ২ হাজার ৩৬৪ জন চিকিৎসা নিয়েছেন।
নতুন আসা শরণার্থীদের মধ্যে ২ জন এইচআইভি আক্রান্ত রোগী পাওয়া গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ক্যাম্পগুলোতে ১৬ থেকে ১৮ হাজার গর্ভবতী নারী রয়েছেন। গত ২৫ আগস্ট থেকে আজ বৃহস্পতিবার পযর্ন্ত বাংলাদেশে ঢুকার পর ২০০ জন রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে।
বাংলাদেশ সময় : ১৬৩৮ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ